
মিকেল চাকমা, রাঙামাটি জেলা প্রতিনিধিঃ
আজ ২০ ই মে রোজ শনিবার রাঙামাটি জেলার কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নে ১নং ওয়ার্ডে রাঙ্গিপাড়া গ্রামে কৃষক মাঠ দিবস পালন করা হয়। দিবসটি ঘিরে উপজেলা কৃষি অফিস ও যুব মহিলা লীগের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়।কমর্সুচীতে ছিল ধান কাটা ও কৃষকদের প্রশিক্ষণ প্রদানসহ কৃষিসংক্রান্ত বিভিন্ন পরামর্শ।ধানকাটা কর্মসূচিতে অংশগ্রহণ করেন কাউখালী উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা মিসেস কৃষ্ণা তঞ্চঙ্গ্যা, কলমপতি ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি মিসেস রেনু বালা মার্মা সহ অন্যান্য নেত্রীবৃন্দ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মনিরুজ্জামান উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙামাটি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ কর্মকার, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বাংলাদেশ ধান গবেষণা ইনিস্টিটিউট ফেনী,মোঃ নাইম আহমেদ সিনিয়র অফিসার ধান ও গবেষণা ইনস্টিটিউট ফেনী,সভাপতিত্ব করেন মোঃ গাজীউল হক উপজেলা কৃষি কর্মকর্তা, কাউখালী।
সঞ্চালনায় ছিলেন মোঃ আব্দুল হাকিম উপ-সহকারী কৃষি কর্মকর্তা কচুখালী ব্লক। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উজ্জ্বল ত্রিপুরা।এছাড়াও উপস্থিত ছিলেন রাঙ্গিপাড়া এলাকার কৃষক -কৃষাণীবৃন্দ।