
কাপ্তাই প্রতিনিধিঃ
কাপ্তাই কর্নফুলি সরকারি কলেজে ৫ দিনব্যাপী ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বুধবার হতে কলেজ প্রাঙ্গণে শুরু হয়েছে। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। কলেজের অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরীর সভাপতিত্বে অধ্যাপক সুলতানা রাজিয়ার সঞ্চালনায় উদ্বোধনি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কুলের দাতা সদস্য ওয়াগ্গা টি লিমিটেডের পরিচালক খোরশেদুল আলম কাদেরী, কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো: রফিক উল্ল্যাহ, বর্তমান উপাধ্যক্ষ সিরাজ উদ্দিন, অধ্যাপক বিপুল বড়ুয়া প্রমুখ। প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে শতাধিক প্রতিযোগী অংশ নিচ্ছে।।