নির্বাচনের সুষ্ঠ পরিবেশ সৃষ্টি করুন- গোলাম মসীহ্

নিজস্ব প্রতিবেদক

প্রেস বিজ্ঞপ্তি,

(আজ সোমবার ২৬, ২০২৩) জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্ বলেছেন, দেশের সুশাসন, উন্নয়ন ও গনতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করুন। গনতান্ত্রিক শাসন ব্যবস্থায় নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই। আজ গুলশানস্থ কার্যালয়ে সকাল ১১ টায় জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়কদের সাথে এক আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। গোলাম মসীহ্ যুগ্ম আহবায়কদের নিজ নিজ এলাকায় আগামী নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহবান জানিয়ে বলেন, দলকে সুসংগঠিত করার পাশাপাশি সাধারন মানুষের মন জয় করতে হবে। তাদের কল্যাণে কাজ করতে হবে। তাদের সেবা দিতে হবে। আমাদের রাজনীতি গঠনমূলক, উন্নয়ন ও গনতন্ত্রের। আমরা ধ্বংসের রাজনীতিতে বিশ^াসী না। জোর করে ক্ষমতায় যাওয়া বা জোর করে ক্ষমতা ধরে রাখা আমাদের রাজনীতি নয়। তিনি আরো বলেন, সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের সোনালী শাসনামলের কথা গ্রামে গঞ্জে, শহরে বন্দরের জনসাধারনের কাছে তুলে ধরতে হবে। নতুন প্রজন্ম বুঝতে পারবে এবং আমাদের নেতা পল্লীবন্ধুর আদর্শে উদ্ভুদ্ধ হবে। তিনি বলেন নিজেদের শক্তিই বড় শক্তি, জোটের উপর নির্ভর করে দলকে শক্তিশালী করা যাবে না। প্রতিটা নেতা-কর্মীকে সক্রিয় হতে হবে। দলের প্রতিটা কর্মসূচীতে অংশগ্রহণ করতে হবে। সভায় সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক ও সাবেক এমপি এম এ গোফরান ও বিশিষ্ট অভিনেতা সোহেল রানার স্ত্রীর সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন-সাবেক এমপি -নুরুল ইসলাম মিলন, ইঞ্জি: মামুনুর রশিদ, সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক-অধ্যাপক দেলোয়ার হোসেন, ক্বারী হাবিবুল্লাহ বেলালী, অধ্যাপক ইকবাল হোসেন রাজু, নুরুল ইসলাম নুরু, খন্দকার মনিরুজ্জামান টিটু, মোস্তাকুর রহমান মোস্তাক, জহির উদ্দিন-জহির, আজিজ চৌধুরী, মুজিবুর রহমান মুজিব, ইউসুফ ফারসি ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মোহাম্মদ ই¯্রাফিল মিয়া, তৌহিদুর রহমান, মজিবুর রহমান ডালিম, তাহেরা মনোয়ারা শোভা ও প্রমুখ।

বার্তা প্রেরক

(জামাল উদ্দিন জামাল)
প্রেস সচিব
সম্মেলন প্রস্তুতি কমিটি
জাতীয় পার্টি

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত