বৃক্ষরোপণে বিশেষ কৃতিত্বের জন্য প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার পেল রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক

চৌধুরী মুহাম্মদ রিপনঃ

গতকাল মঙ্গলবার রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ এবং কাপ্তাই সার্কেল অ্যাডিশনাল এসপি রওশন আরা রব, কাপ্তাই উপজেলায় পরিদর্শনে আসলে কাপ্তাই থানা র পক্ষে অফিসার ইনচার্জ জসীম উদ্দীন, ইন্সপেক্টর তদন্ত মোহাম্মদ নূরে আলম, কাপ্তাই ফাঁড়ি ইন্সপেক্টর শাহিনুর রহমান রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ ও সময় সাথে ছিলেন কাপ্তাই সার্কেল অ্যাডিশনাল এসপি রওশন আরা রব কে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান বৃক্ষরোপণে বিশেষ অবদান ‘খ’ শ্রেণিতে বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারে তৃতীয় স্থান অর্জন করায়।
উল্লেখ্য গত রবিবার ২৩জুলাই ২০২৩ইং ঢাকা বন ভবনের হৈমন্তি মিলনায়াতনে জাতীয় বৃক্ষমেলা ২০২৩ এর সমাপনী অনুষ্ঠানে বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার প্রাপ্তদের ক্রেস্ট, সনদ ও চেক প্রদান করা হয়। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি পরিবেশ, বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপির কাছ থেকে রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষে পুরস্কার গ্রহণ করেন পুলিশ সুপার মীর আবু তৌহিদ। এই সময় পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন এই পুরস্কার পুলিশ বাহিনী সম্মান, আগামীতে পুলিশ বাহিনীর সহ দেশের জনগণকে বৃক্ষরোপনে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত