
এ.এস.রানা,চট্টগ্রামঃ
নাম অজানা ২ বছরের কন্যা শিশুটি বিগত চারদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে আজ ভোর আনুমানিক ৬ঃ৩০মিঃ চলে গেল।
গত ২৩ ই জানুয়ারি আকবর শাহ থানাধীন কাট্টলী বিচ এলাকার বেড়িবাঁধের পাশে স্থানীয়রা হাত-পা,মুখ বাধা এই অজানা শিশুটিকে দেখতে পান,সাথে সাথে আকবআকবর শাহ থানায় জানালে পুলিশ এসে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।অবস্থার অবনতি দেখে তাকে ১২ নং ওয়ার্ডের ২৪ নং বেডে রাখা হয়।পরে তাকে আবার আই.সি.ইউ.তে রাখা হয়।
চারদিন যাবৎ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে আজ চলে গেলো সেই অজানা ছোট মনি টি।
এই ব্যাপারে আকবার শাহ থানায় কথা বলেলে দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরির্দশক বদিউল আলম জানান,সত্যিই আমরা সবাই বাচ্চাটির মায়া জালে জড়িয়ে পরেছিলাম,
মেয়েটির রক্তের খুব প্রয়োজন ছিল বলে আমাদের আকবরশাহ থানার সাবেক সেকেন্ড অফিসার জসীম উদ্দিন স্বেচ্চায় এক ব্যাগ রক্তদান করেন। মেয়েটির চিকিৎসা ব্যায় ভারের বিষয়টি জানতে চাইলে নুরুল আলম বলেন, আমি যা করেছি শুধু মানবতার দৃষ্টিতে করেছি।অন্যদিকে মেয়েটির সার্বিক দেখাশুনা করেছেন হাজেরা বেগম নামে এক মহিলা।
তারা বলেন,আজ আমাদের সবাইকে কান্না করিয়ে নাম নাজানা দুই বছরের ছোট পাখিটি চলে গেল।আজসহ পাচ দিন যাবৎ আমরা আপ্রান চেষ্টা করেও তাকে বাচাতে পারিনি।তবে মেয়েটির বিস্তারিত না পাওয়ায় আসামি সনাক্তকরণ কস্ট হচ্ছে তবে আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি,অচিরেই সকল খুনি অপরাধী দের আইনের আওতায় আনা হবে।