
মোঃ সফিউল আজম রুবেলঃ
চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন ৩৩ নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ডের ব্রীজ ঘাট সংলগ্ন সাগরিকা হোটেলের নামে অসামাজিক কার্যকলাপ ও মাদকের আখড়া হিসেবে অভিযোগ করছেন এলাকাবাসী।
অত্র এলাকার সচেতন মহল সাগরিকা হোটেল নিয়ে প্রতিবাদ জানালে বিগত ০২ ই মে বৃহস্পতিবার লেয়াকতের নেতৃত্বে দেশীয় অস্ত্র সহ সন্ত্রাসী দলবল নিয়ে সচেতন মহলের উপর হামলা চালায়। এ সময় অত্র এলাকার সেচ্ছাসেবক লীগ সংগঠক সালাউদ্দিনের উপর হামলা চালায় ফাহিম নামে এক যুবক। ফাহিম, আরাফাত,আরমান,রুবেল,সাদিন,অভি,আসিফরা সংঘবদ্ধ হয়ে হত্যার উদ্দেশ্য আক্রমন করে। ৩৩ নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের উপস্থিতিতে আক্রমণ হয় বলে ফুটেজে দেখা যায় এবং পরবর্তীতে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হলেও অদৃশ্য শক্তির কারণে ধরা ছোঁয়ার বাহিরে লেয়াকত,ফাহিমরা।এই বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ জানান তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।ওয়ার্ড কাউন্সিলর ও সমাজের বিজ্ঞ ব্যাক্তিদের সামনে এমন কর্মযজ্ঞ চিন্তিত করছে সমাজের সচেতন মহলকে।অভিযোগ রয়েছে দেহ ব্যবসা,জুয়ার আসর ও মাদক ব্যবসার মূল কেন্দ্র সাগরিকা হোটেলটি। কোতোয়ালি থানা থেকে ৫ মিনিটের পথে হোটেলেটি কিভাবে অসামাজিক কার্যকলাপ চালাচ্ছে তা নিয়ে থাকছে পরবর্তী প্রতিবেদনে।