
সৈয়দ মুছলেহ উদ্দিন, সিলেট জেলা প্রতিনিধিঃ
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন এর আজীবন সদস্য ও সমন্বয়কারী । B W B কোম্পানির U K বিজনেস ডেভেলপমেন্ট অফিসার, যুক্তরাজ্যর গলড উইক, ওল্ডহাম জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা সাব্বির আহমদ ছবুর এর বাংলাদেশে আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে । আজ শুক্রবার বিকাল ৩ টায় সিলেটের ওসমানী বিমানবন্দরে সিলেটের বিভিন্ন এলাকা থেকে আগত ব্যক্তিবর্গের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয় । এসময় উপস্থিত ছিলেন, ওসমানী নগরের গোয়ালা বাজার এর বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক, ডাঃ হাফিজ মাওলানা সৈয়দ মুছলেহ উদ্দিন, ওসমানী নগর এর চাতলপাড় জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি দিলওয়ার হোসেন দিলশাদ , বিশ্বনাথ উপজেলার মাওলানা আবুল বাশার মোঃ ফারুক, সিনিয়র শিক্ষক আলহাজ্ব লজ্জাতুন্নেছা উচ্চ বিদ্যালয়, সভাপতি টেলিকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, টিভি 1 এর সিলেট জেলা প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক মোঃ ফজলু মিয়া,সমাজ সেবক আব্দুল কাদির, ব্যবসায়ী আলী হোসেন, পর্তুগাল প্রবাসী মুজিবুর রহমান, হাফিজ হামিদুর রহমান, আল মারওয়া ঔষধালয় গোয়ালা বাজার এর ম্যানেজার জামাল আহমদ, জুয়েল আহমদ,মিজান রাজ,তানভীর আহমদ,মামুন আহমদ,শাকিল আহমদ,ইমাদ আহমদ, সাজাদ আহমদ,ফুয়াদ হাসান,তামভীর হোসেন,রুবি বেগম,হমিদা বেগম প্রমুখ । খবর নিয়ে জানা যায় তার নিজ এলাকা হল সিলেট ওসমানী নগর এর পশ্চিম পৈলনপুর ইউনিয়নের আলীপুর গ্রামের বাসিন্দা তিনি। হাফিজ মাওলানা সাব্বির আহমদ ছবুরের নিজ এলাকায় অনেক সুনাম রয়েছে,তিনি গরীব অসহায় লোকদের চিকিৎসা,গড় নির্মাণ, লেখাপড়া,এতিমদের বিয়ে সাদীতে সাহায্য করে থাকেন ।