
কাপ্তাইয়ে বড়ইছড়ি- ঘাগড়া সড়কে দুর্ঘটনায় শিক্ষক লিটন তনচংগ্যা নিহত
কাপ্তাই প্রতিনিধি
কাপ্তাই হতে রাংগামাটি যোগাযোগ সড়ক গত তিন বছর পূর্বে পাহাড় ধ্বসে কাপ্তাইয়ের বড়ইছড়ি-ঘাগড়া সড়কের বিভিন্নস্থানে ভয়ংকর ভাঙ্গন ও ফাটল ধরে। তবে পর্যায়ক্রমে দায়সাড়া ভাবে সড়ক ও জনপদ বিভাগ কিছু কাজ করলেও সড়কের বিভিন্নস্থানে এখনো রয়ে গিয়েছে প্রাকৃতিক মৃত্যুকুপ। বর্তমানে সড়কটিতে গাড়ির সাথে গাড়ির দূর্ঘটনার পাশাপাশি সংকীর্ণ সড়কের ফলে যানবাহন উল্টেও রয়েছে প্রাণহানির ব্যাপক সম্ভাবণা। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সু-দৃষ্টি মিলেনি এখনো। মঙ্গলবার বিকেলে কাপ্তাইয়ের ঐতিহ্যবাহী নারানগিরি উচ্চ বিদ্যালয়ের এক খন্ডকালীন শিক্ষকের বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে বড়ইছড়ি-ঘাগড়া সড়কে সিএনজি উল্টে মর্মান্তিক মৃত্যু হওয়ার হওয়ার খবর পাওয়া গিয়েছে। এই নিহতের ঘটনায় ফুঁসে উঠেছে স্থানীয়রা। কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির অাহমেদ চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওয়াগ্গার বিরু কুমার তনচংগ্যার পুত্র লিটন তনচংগ্যা (৩২) বিদ্যালয়ের ক্লাস শেষে বাড়ি ফেরার পথে ওয়াগ্গায় সিএনজি উল্টে গুরুতর অাহত হয়েছেন। পরে স্থানীয়রা তাকে ঘটনাস্থল হতে অাশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চন্দ্রঘোনাস্থ খ্রীষ্টিয়ান হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফার করে। পরে সেখানে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। সন্ধ্যায় মুঠো ফোনে কান্নাবিজরীত কন্ঠে সিএনজি চালক অচাপ্রু তনচংগ্যা বলেন, সরকার রাস্তা ঘাটের ব্যাপক উন্নয়নের খবর শুনি কিন্তু এই সড়কের পরিবর্তন গত ৩বছরেও চোখে পড়েনি। রাস্তার পাশের সিংহভাগ স্থানেই যে পরিমাণে ফাটল ও গর্তের সৃষ্টি হয়েছে এখানে যে কেউ গাড়ি নিয়ে দূর্ঘটনার কবলে পড়ার সম্ভাবণা থাকে। এই বিষয়ে কাপ্তাই থানা অফিসার ইনচার্জ সৈয়দ মো. নূর বলেন, অামি দূর্ঘটনার কোন খবর পাইনি। কেউ নিহত হয়েছে কি না তাও জানিনা।