
মাসুদ লস্কর হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
হবিগঞ্জ জেলার মাধবপুর ও চুনারুঘাট উপজেলার ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এর ৪র্থ ধাপ নির্বাচনে ভোট গ্রহণ চলাকালীন সময় ভোট কেন্দ্র ও আইনশৃংখলা পরিস্থিতি পর্যবেক্ষন এবং দুই উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন অত্র হবিগঞ্জ জেলার চৌকস পুলিশ সুপার জনাব আক্তার হোসেন বিপিএম-সেবা। এ সময় কেন্দ্রে নিয়োজিত অফিসার-ফোর্সদেরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার, হবিগঞ্জ।
বিভিন্ন ভোটকেন্দ্রে পরিদর্শন কালে ভোটাররা জানান শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে এলাকার মানুষ খুবই খুশি।
মাধবপুর চুনারোঘাটের লোকজন আরো বলেন বর্তমান পুলিশ সুপার আক্তার হোসেনের দূরদর্শিতার কারণে এমন একটি নির্বাচন সম্ভব হয়েছে। তবে এবারের উপজেলা নির্বাচনে জেলা প্রশাসক সহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
মাধবপুর ও চুনারুঘাট উপজেলার ভোট কেন্দ্র পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন মোছাঃ জিলুফা সুলতানা, জেলা প্রশাসক, হবিগঞ্জ,আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), হবিগঞ্জ, পলাশ রঞ্জন দে, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল), হবিগঞ্জ, অফিসার ইনচার্জগণ ও অন্যান্য অফিসারবৃন্দ।