
বিশু তনচংগ্যা
কাপ্তাইয়ে রাইখালী ইউনিয়নের কোদালা খাল খননের নামে অবৈধভাবে খনন কাজ চলছে খন্তাকাটা খালটি। গত ২৫ ডিসেম্বর ২০১৮ইং তারিখে রাঙ্গামাটি পানি উন্নয়ম বোর্ড কতৃর্ক কোদালা খাল খনন কাজ শুরু করেন। কিন্তু কোদালা খাল খনন না করে খন্তাকাটা খালটি অবৈধভাবে খননকাজ শুরু করে। খন্তাকাটা এলাকাবাসীর অভিযোগ এই পর্যন্ত অবৈধভাবে অনুমানিক দুই কিলোমিটার খাল খনন করে এলাকার সাধারণ কৃষকদের নানান ফসলাদিসহ জমি ক্ষয়ক্ষতি করে এবং ২০০একর জমি অনাবাদী হয়ে গেছে ও রোপিত গাছপালা, ভাইজ্যাবাঁশ কেটে পরিবেশ ধ্বংস করে কমপক্ষে ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে জানিয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসক বরাবরে গনস্বাক্ষর করে অভিযোগ দাখিল করেন তারা।