মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় দুর্নীতি বিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগীতা, পুরস্কার বিতরণী ও মতবিনিময় সভা-২০২৪ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

 

মোঃ আবদুল হক, বিভাগীয় ব্যুরো প্রধান, ঢাকাঃ

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় দুর্নীতি বিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগীতা, পুরস্কার বিতরণী ও মতবিনিময় সভা-২০২৪ হরিরামপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা দুর্নীতি বিরোধী প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয়। আলোচনার বিষয় ছিল- সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ। । উক্ত বিষয়ে পক্ষে-বিপক্ষে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগীতায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার রহমান। অনুষ্ঠান উদ্বোধন করেন শাহরিয়ার আলম, সহকারী কমিশনার (ভূমি), হরিরামপুর উপজেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শারমিন ইসলাম, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক। দেওয়ান সাইদুর রহমান, চেয়ারম্যান, হরিরামপুর উপজেলা পরিষদ। মোঃ বিল্লাল হোসেন, ভাইস-চেয়ারম্যান, হরিরামপুর উপজেলা পরিষদ। বীর মুক্তিযোদ্ধা, হাসান ইমাম বাবু ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকবৃন্দ। আলোচনার বিষয়ে দুইটি বিদ্যালয়ের পক্ষদল পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয় এবং বিপক্ষদল যাত্রাপুর আদর্শ উচ্চ বিদ্যালয়। পক্ষদল- ১। জাকারিয়া সিদ্দিকী, ২। নন্দিনী সরকার, ৩। ক্যামেলিয়া করিম দলনেতা। বিপক্ষদল- ১। খন্দকার মুকতাদির হাসান, ২। সানজিদা আক্তার, ৩। স্বর্ণা আক্তার। বিচারক মন্ডলীর দায়িত্বে থাকেন ১। মীর সুমাইয়া সারাহ্, সহ: অধ্যাপক বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ঢাকা। ২। মোঃ সিদ্দিকুর রহমান, প্রধান শিক্ষক বোয়ালী উচ্চ বিদ্যালয়, ৩। জনাব কামরুল কামরুল ইসলাম, উপজেলা মাধ্যামিক একাডেমিক সুপারভাইজার, হরিরামপুর, মানিকগঞ্জ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মীর আব্দুল ওয়াদুদ (সাহেব), সভাপতি, হরিরামপুর উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটি। মোঃ খোরশেদ আলম, সহ-সভাপতি, অমরেশ চন্দ্র রায়, সদস্য সচিব, ফজলে রাব্বী,মহসিন উদ্দিন সদস্য, হরিরামপুর উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটি। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। বিতর্ক প্রতিযোগীতায় অংশগ্রহণ করে হরিরামপুর উপজেলার পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয় শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হয়। দূর্ণীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে বিতর্ক প্রতিযোগীতা যাতে স্কুল-কলেজ পর্যায়ে চলমান থাকে সে বিষয়ে উপস্থিত সকলেই একমত পোষণ করেণ। অনুষ্ঠান শেষে বিজয়ী দলকে পুরস্কার বিতরণ করা হয়।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত