মানিকগঞ্জ হরিরামপুরে গলায় ওড়না পেচিয়ে এক ব্যক্তি আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

 

মোঃ আবদুল হক বিভাগীয় ব্যুরো প্রধান ঢাকাঃ

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় বিজয় হাজাড়ী নামে এক ব্যাক্তি আজ ০২ জুলাই ২০২৪ (মঙ্গলবার) সকালে নিজ বাড়ীর পাশে আম গাছের ডালে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন।
সরেজমিনে জানা যায়, উপজেলার বড়ইচড়া গ্রামের বিজয় হাজারী দীর্ঘদিন যাবত মানসিকভাবে অসুস্থ ছিলেন। ৩ ভাই ও ১ বোনের মধ্যে বিজয় হাজাড়ী মেঝ। বড় ভাই দীর্ঘদিন যাবত সংসার থেকে আলাদাভাবে বসবাস করেন। গত তিন বছর পূর্বে বিয়ে করে মা, বাবা, স্ত্রী ও ছোট ভাইকে নিয়ে সংসারে সমস্ত দ্বায়িত্ব পালন করতে থাকেন বিজয় হাজাড়ী।
গত আনুমানিক ২ বছর পূর্বে ছোটভাই ভারতের নাগরিকত্ব গ্রহণ করে এবং মেঝ ভাইয়ের সংসারের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে বিদেশ যেতে চাইলে বিজয় হাজাড়ী আর্থীকভাবে সাহায্য সহযোগীতা করে ছোট ভাইকে বিদেশ পাঠালে সেখান থেকে শুন্য হাতে ভারত চলে আসেন। ছোট ভাইকে আর্থিকভাবে সহযোগীতা করে বিজয় হাজাড়ী ঋনগ্রস্থ হয়ে পড়েন। এসব বিষয় নিয়ে বিজয় হাজাড়ী মানসিকভাবে ভেঙ্গে পরেন। প্রতিবেশী ও বন্ধুদের সঙ্গেও তেমন চলতেন না, আনমনে বিড়বিড় করে কথা বলতেন।
আত্মহত্যার কারন হিসেবে প্রাথমিকভাবে মানসিকভাবে অসুস্থাই উঠে আসে স্থানীয়দের বক্তব্যে।
এ বিষয়ে হরিরামপুর থানা এস আই মোঃ আজিজুল রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত