চৌদ্দগ্রামে ২৫ কেজি গাঁজা সহ গ্রেফতার ০২

নিজস্ব প্রতিবেদক

 

বিশেষ সংবাদদাতা
মোঃ খোরশেদ আলম

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন ১১নং চিওড়া ইউনিয়নের ঘোষতল এলাকায় অভিযান চালিয়ে  অবৈধ মাদকদ্রব্য ২৫ কেজি গাঁজা সহ ০২ জন আসামীকে গ্রেফতার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি চৌকস টিম ।

কুমিল্লা জেলার মাননীয় পুলিশ সুপার, জনাব মোঃ সাইদুল ইসলাম, বিপিএম-সেবা, পিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায় চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই(নিঃ)সুজন কুমার চক্রবর্তী সঙ্গীয় ফোর্সনিয়ে গোপন সংবাদের ভিত্তিতে (১৪জুলাই) রাত ০২.০৫ মিনিটের সময় চৌদ্দগ্রাম থানাধীন ১১নং চিওড়া ইউনিয়নের ঘোষতল এলাকায় কাউছার খন্দকারের বাসার সামনে রাস্তার উপর হতে ০১টি সিএনজি গাড়ীতে তল্লাশি চালিয়ে ০১টি স্কুল ব্যাগ ও ০১টি প্লাষ্টিকের বস্তার ভিতরে রক্ষিত মোট ২৫ (পঁচিশ) কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি নম্বর বিহীন সিএনজি অটোরিক্সা উদ্ধার সহ ০২ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ০১ জন আসামী পালিয়ে যায়।

গ্রেফতারকৃত আসামিরা হল, চৌদ্দগ্রাম থানার ১১নং চিওড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পূর্ব ডিমাতলী গ্রামের মৃত আব্দুল বারেক এর ছেলে  ইউসুফ (৪৫) ও ১৩নং জগন্নাথদিঘী ইউনিয়নের নোয়াগ্রামের কাজী অহিদুর রহমান এর ছেলে  কাজী মোঃ লিটন (৩২),পলাতক আসামী মোঃ ইউনুছ আলী ওরফে ইউসুফ (৩০) একই ইউনিয়নের পূর্ব ডিমাতলী গ্রামের মৃত আলী হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন,  গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত