কাঁচপুর বেরীবাঁধ এলাকায় ঘুরতে এসে বখাটেদের হামলার স্বীকার থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

 

নিজস্ব প্রতিবেদকঃ

১৫ই জুলাই রোজ সোমবার সকাল ১০:৩০ঘটিকার সময় কাঁচপুর পূর্ব বেহাকৈর বেরীবাঁধ এলাকায় ঘুরতে এসে ইফরান ভূইয়া (১৭) পিতা ইয়ামিন ভূইয়া গ্রাম -যাত্রামুড়া থানা -রূপগঞ্জ জেলা-নারায়ণগঞ্জ সন্ত্রাসী হামলার স্বীকার হন।

জানা যায়,এখলাস উদ্দীন ভূইয়া স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র ইফরান ভূইয়া সকাল ১০ঃ০০ ঘটিকার সময় কাঁচপুর পূর্ব বেহাকৈর ওলামা নগর বেরীবাঁধ এলাকায় ঘুরতে আসলে ওৎ পেতে থাকা কিছু সন্ত্রাসী সংঘবদ্ধ হয়ে ইফরান ভূইয়ার (১৭)সাথে থাকা আইফোন ছিনিয়ে নিয়ে যায় এবং পাঁচ হাজার দিলে আই ফোন ফেরত দিয়ে দিবে বলে আটকে রাখে। সেই জন‍্য ইফরান তার চাচা মনির হোসেনকে নিয়ে আসলে সন্ত্রাসীরা তার চাচাকে ও এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে এবং চাচাত ভাই ইয়ানুস ভূইয়াকেও লোহার রড দিয়ে মারধর করে আটকে রাখে।পরে সোনারগাঁও থানা পুলিশ খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে। পরে তাদেরকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ‍্যকমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়।

এ বিষয়ে দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি সাংবাদিক মোঃ সাজিদুর রহমান( ২৮) পিতা মোঃ মতিউর রহমান বাদী হয়ে ১। আমান মেম্বার (৪০)পিতা সালাম মেম্বার ২। সোহেল (৩৭)পিতা সালাম মেম্বার ৩। মোহাম্মদ রবিন (২৮ )পিতা অজ্ঞাত ৪। মোঃ লাদেন (২২) পিতা আমান মেম্বার ৫। মোঃ জামান (৩৮) পিতা সালাম মেম্বার ৬। মোঃ সুমন (৩৪) পিতা সালাম মেম্বার ৭। বাপ্পী( ২৫) পিতা অজ্ঞাত মাতা -জুহুরা মেম্বারনী সর্ব সাং পূর্ব বেহাকৈর কাঁচপুর সোনারগাঁ নারায়ণগঞ্জ এই ৭জন ও আরো অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে এলাকাবাসী জানান,কাঁচপুর পূর্ব বেহাকৈর ওলামা নগর এলাকা নদীর পাশ হওয়ায় অনেকেই এখানে ঘুরতে আসেন। সেই সুযোগে এলাকায় কিছু বখাটে ছেলে ওৎপেতে থেকে ছেলে মেয়েদের জিম্মি করে অনেকের সর্বস্ব লুটে নেয়। এতে এলাকার মেম্বারগণ নিরব ভূমিকা পালন করে তাদের কাছ থেকে কিছু ফয়দা লাভ করছে। এই ঘটনা প্রায়ই এখানে ঘটতেছে। তাদের বিরুদ্ধে কঠোর আইনী ব‍্যবস্থা নেওয়া দরকার বলে এলাকাবাসী জানান

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত