
ভোলা সংবাদদাতাঃ
ভোলার লালমোহন উপজেলায় অভিযান চালিয়ে অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরীর অপরাধে একটি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার ৭ নং ওয়ার্ডের খান সাহেবের রোড, ফায়ার ব্রিগেড এর পাশের গলিসহ বিভিন্ন সেমাই কারখানায় এ অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোলা জেলা ভোক্তা অধিকার অধিদপ্তর এর সহকারী পরিচালক মোঃ নূুর হোসেন অভিযানের নেতৃত্ব দেন।
নূুর হোসেন জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে এই অভিযান চালানো হয়। অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরি এবং প্যাকেটের গায়ে তারিখ আছে কিন্তু মূল্য লেখা নেই অপরাধে মিনা ফুড প্রোডাক্টসকে ভোক্তা অধিকার আইনের ৪৩ ধারায় ২০,০০০/-( বিশ হাজার টাকা) জরিমানা করা হয়। অভিযানে গোয়েন্দা সংস্থা এনএসআই এর ভোলা জেলার সহকারী পরিচালক ফয়জুল হক সাকিব ও বাংলাদেশ কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ভোলা জেলা শাখার সভাপতি মো: সুলাইমান উপস্থিত ছিলেন। এ অভিযান চলবে বলেও জানান তিনি।