মানিকগঞ্জ শিবালয় উপজেলার তেওতায় অবৈধ ড্রেজারে বালু উত্তোলন

নিজস্ব প্রতিবেদক

বিশেষ প্রতিনিধি উজ্জ্বল খানঃ

মানিকগঞ্জ শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নে জাফরগঞ্জ সংলগ্ন মুন্সিগান্দি মৌজার নদীর ভিতর থেকে অবৈধভাবে বালি উত্তোলনে ক্ষতিগ্রন্থ এলাকাবাসী। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে জিওব্যাগ ভরাট করে বাঁধ নির্মাণ করেছে,অন্যদিকে অবৈধভাবে বালি উত্তোলনের কারণে ফসলি জমি ও ঘরবাড়ি সহ বাঁধ ভেঙ্গে যাচ্ছে । সরকারি ভাবে ইজাদার দেওয়া হয় তেওতাবালিমহল এবং রাহাতপুরবালিমহল এলাকায় অথচ বালি দস্যুরা ইজারার স্থানে বালি না কেটে মুন্সিগান্দি মৌজার নদীর ভিতর থেকে অবৈধভাবে বালি উত্তোলন করছে। ড্রেজার এবং কাটার মেশিন দিয়ে প্রতিনিয়ত তারা ভোর রাত হইতে শুরু করে সকাল ৭/৮টা পর্যন্ত বালি উত্তোলন করে নিয়ে যাচ্ছে।একদিকে যেমন সরকার রাজস্ব হারাচ্ছে অন্য দিকে সাধারন মানুষ ক্ষতিগ্রস্থ হচ্ছে। অত্র অঞ্চলের বেশিভাগ মানুষ খেটে খাওয়া। এভাবে অবৈধ ভাবে সীমানার বাহিরে বালু উত্তোলন করার কারনে নদীর পাড় ভেঙ্গে সাধারন মানুষের আবাদী জমি, ঘর বাড়ি ও রাস্তাঘাট নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে এবং জাতীয় সম্পদ ৩৩ কেবি বিদ্যুতিক টাওয়ার-(তার খাম্বা) হুমকির মুখে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত