
মোঃ মামুন নারায়ণগঞ্জ প্রতিনিধি :
সোনারগাঁয়ে বারদী ইউনিয়নে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) সকালে নারায়ণগঞ্জ ৩ সোনারগাঁও আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সোনারগাঁও থানা বিএনপি ১ নং সহ সভাপতি, ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শিক্ষা অনুরাগী, রাজনীতিবিদ ও সমাজ সেবক, শিল্পপতি আলহাজ্ব আল মুজাহিদ মল্লিক এই কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। এর আগে তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেনের বাড়িতে যান। লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে মারা যাওয়া এই ত্যাগী নেতার পরিবারের খোঁজখবর নেন এবং বিল্লাল হোসেনের পরিবারকে আর্থিক অনুদান তুলে দেন। এসময় তিনি বলেন, “বিল্লাল হোসেন ছিলেন দলের একজন নিরলস ও ত্যাগী কর্মী। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন।” পরে বারদী বাজারে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন তিনি। দোকানদার ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে সরকারের দুর্নীতিবিরোধী অবস্থান এবং বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। গণসংযোগে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা সামসুল ইসলাম, শাহ আলম, সুলতান আল মামুন, লুৎফর রহমান, সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুর রহিমসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় আল মুজাহিদ মল্লিক বলেন, “৩১ দফা বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি সুখী, উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে। এই দফাগুলোর মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, বিচার বিভাগীয় স্বাধীনতা, দুর্নীতিমুক্ত প্রশাসনসহ জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার রূপরেখা রয়েছে।”
তিনি আরও বলেন, “এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে কাজ করতে হবে। দল যদি আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দেয়, তাহলে সোনারগাঁয়ের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করবো। পাশাপাশি মাদকমুক্ত একটি সুস্থ সমাজ গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকবো।”
তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া কামনার পাশাপাশি সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে বলেন।