লক্ষ্মীপুরে যুবদল নেতার মুক্তির দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

 

নিজস্ব প্রতিনিধি :

লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী আলমগীর হোসেনকে ষড়যন্ত্রমূলক মামলায় জড়িয়ে কারাবন্দি করার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে তার পরিবার ও এলাকাবাসী। আলমগীর হোসেনের স্ত্রী মুন্নী বেগম বলেন, আওয়ামীলীগ আমলেও রাজনৈতিক ষড়যন্ত্রমূলক নাশকতা ও জোড়া খুনের মামলায় আসামি করে দীর্ঘ সময় নির্যাতন ও কারাভোগ করেন আমার স্বামী । গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখা সত্ত্বেও তার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা এখনো চলমান, নতুন করে মামলায় জড়ানো হচ্ছে। আমি আমার স্বামীর মুক্তি চাই। আমার সংসার চলেনা, দুটো শিশু বাচ্চা নিয়ে কষ্টে দিন কাটে। আলমগীরের বোন মাহফুজা বেগম অভিযোগ করে বলেন, রাজনৈতিক প্রতিহিংসার বলি হয়ে বারবার ষড়যন্ত্রমূলক মামলায় জড়ানো হচ্ছে আমার ভাইকে । অথচ সে সর্বদা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলো এবং যুবসমাজকে সংগঠিত করেছে বিএনপির রাজনৈতিক কার্যক্রমে।আলমগীরের পিতা আবুল কালাম ও তার মা মমতাজ বেগম বলেন , “আমাদের ছেলেকে ষড়যন্ত্র করে বারবার মামলায় জড়ানো হচ্ছে। আমাদের সম্মানহানী করা হচ্ছে । এলাকার মানুষ আমাদের পাশে আছে, আমরা সরকারের কাছে ন্যায়বিচার চাই। আমাদের ছেলের মুক্তি চাই। এলাকার বিক্ষুব্ধ মানুষ প্রতিদিন ক্ষোভ প্রকাশ করছেন। তাদের একটাই দাবি— অবিলম্বে আলমগীর হোসেনকে মিথ্যা মামলা থেকে মুক্তি দিয়ে যুবদলের নেতৃত্বে ফিরিয়ে আনা হোক। উত্তর জয়পুরসহ পুরো এলাকায় এখন আলোচিত একটা দাবি হচ্ছে দ্রুত আলমগীর হোসেনের মুক্তি।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত