রাউজানে স্থানীয় জনতার সহযোগিতায় দুই মদক ব্যবসায়ীকে আটক

নিজস্ব প্রতিবেদক

 

নিজস্ব প্রতিবেদকঃ

রাউজান উপজেলার ১০নং পূর্ব গুজরা ইউনিয়নের নতুন বাজার এলাকায় স্থানীয় জনতার সহযোগিতায় দুই মদক ব্যবসায়ীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আটককৃতরা হলেন ঐ এলাকার সাধন বড়ুয়া ছেলে লিটন বড়ুয়া (৪৫), ও প্রমোতোষ বড়ুয়া ছেলে সুজন বড়ুয়া (৩০), তারা উভয়েই নতুন বাজার এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৫ আগস্ট সোমবার রাতে স্থানীয়রা তাদের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করেন। পরে বড় ঠাকুর পাড়া ৮নং ওয়ার্ড এলাকায় নিয়ে গিয়ে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পূর্ব গুজরা তদন্ত কেন্দ্রের ইনচার্জ দীপ্তেশ বড়ুয়ার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়। পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে মোট ৭ বোতল মদ উদ্ধার করা হয়েছে। রাত ১২টার দিকে তাদের পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন পুলিশ। এ বিষয়ে স্থানীয় যুবদল নেতা নাজিম উদ্দীন বলেন, আমরা এলাকায় মাদক ও মদ ব্যবসার বিরুদ্ধে সোচ্চার। স্থানীয়দের সহযোগিতায় এ ধরনের অপরাধীদের ধরতে পারা আমাদের জন্য স্বস্তির বিষয়। প্রশাসনের কাছে দাবি, এসব ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধে জড়াতে সাহস না পায়।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত