
চৌধুরী মুহাম্মদ রিপনঃ
আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, গত ১৬ বছরে যারা নির্যাতন করেছে, মামলা দিয়েছে, হামলা করেছে—তাদের বিচার হতেই হবে। সরকার যদি মনে করে বিচার করতে সময় লাগবে, তাহলে তাদের আমাদের ওপর ছেড়ে দিক, বিচার আমরা করব।বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়ন বিএনপির উদ্যোগে লিচুবাগান বাস স্টেশনে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
