মানিকগঞ্জে দুই সন্তানকে হত্যার পর মায়ের রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জ প্রতিনিধিঃ

মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকায় মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কবি মহিদুর সড়কের একটি ভাড়া বাসা থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়। মারা গেছেন শেখা আক্তার (২৯), তার ছেলে আরাফাত ইসলাম আলভি (৯) এবং মেয়ে সাইফা আক্তার (২)। শেখা আক্তারের বাড়ি সদর উপজেলার হাটিপাড়া বংখুরী গ্রামে। প্রায় দেড় মাস আগে তার স্বামী শাহীন দেওয়ান মালয়েশিয়া যান। এটি শেখার দ্বিতীয় বিয়ে ছিল।
প্রতিবেশীরা জানান, মঙ্গলবার সকাল থেকে ভাড়া বাসা থেকে কোনো সাড়া-শব্দ না পেয়ে সন্দেহ হলে বাড়িওলাকে খবর দেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মা ও দুই সন্তানের লাশ উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে শেখা আক্তার সন্তানদের বিষপান করান এবং পরে নিজেও আত্মহত্যা করেন। ঘটনাস্থল থেকে বিষের খালি কৌটা উদ্ধার করা হয়েছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে সন্তানদের বিষ খাইয়ে পরে মা আত্মহত্যা করেছেন। লাশগুলো ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে চরম হতবাক ও শোকের ছায়া।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত