হরিরামপুরের কান্ঠাপাড়া বাজারে অবৈধ স্থাপনার কারণে মাছ বিক্রির সেড নির্মাণে বাধা

নিজস্ব প্রতিবেদক

বিশেষ প্রতিনিধি, মানিকগঞ্জ
মোঃ ইমরুল হাসান (হিমেল)

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বৃহত্তম কান্ঠাপাড়া বাজারে অবৈধ স্থাপনার কারণে মাছ বিক্রির সেড নির্মাণে দীর্ঘদিন ধরে বাধা সৃষ্টি হচ্ছে। বাজার কর্তৃপক্ষ জানায়, ঊর্ধ্বতন দফতর থেকে বারবার অবৈধ দোকানগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হলেও এখন পর্যন্ত কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

সরকারি বাজেট বরাদ্দ থাকলেও স্থাপনা উচ্ছেদের জটিলতায় সেড নির্মাণের কাজ এগোচ্ছে না। ফলে বর্তমানে বাজারের সীমানার বাইরে সাময়িকভাবে মাছ বিক্রির কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সরাসরি গিয়ে দেখা গেছে, বাজারের ভেতরে আওলাদের চায়ের দোকান, মালেক মেম্বারের ঘর, ঘড়ি মেকার রাশেদুল ইসলাম (পুকা)-এর দোকান, রিপনের চায়ের দোকান এবং মসজিদ সংলগ্ন একটি বীজের দোকানসহ কয়েকটি স্থাপনা রয়েছে। এগুলোই মূলত বাজারের মধ্যে সেড নির্মাণে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

ক্ষুদ্র ব্যবসায়ীরা নাম প্রকাশ না করার শর্তে জানান, মাছ বিক্রির সেড হলে ব্যবসায়ী ও ক্রেতা উভয়েরই নানাবিধ সুবিধা হবে। তবে যাদের দোকান উচ্ছেদ করা হবে, তাদের জন্য বিকল্প ব্যবস্থা করার আহ্বান জানান তারা।

চায়ের দোকানদার মো. রিপন বলেন, “সরকার চাইলে আমি যেকোনো সময় দোকান সরিয়ে নেব। তবে আমি নিতান্ত অসহায়, বিকল্প ব্যবস্থা করে দিলে আমার কোনো আপত্তি নেই।”
হরিরামপুর কান্ঠাপাড়া বাজার কমিটির সভাপতি মুহাম্মদ আলতাফ হোসেন বলেন, “বাজার কমিটি সরকারি বিধিমালা অমান্য করে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদন করা হয়েছে। ইতিমধ্যে সহকারী কমিশনার (ভূমি) বাজার পরিদর্শন করে স্থাপনাগুলো চিহ্নিত করেছেন।”

বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. মিরাজ হোসেন মেম্বার জানান, “একাধিকবার উর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশনা দিলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ হয়নি। আমরা দ্রুত কার্যকর উদ্যোগ চাই।”

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিজা বিসরাত হোসেন মুঠোফোনে বলেন, “বিষয়টি অবগত আছি। শিগগিরই ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয় ব্যবসায়ী ও মাছ বিক্রেতারা আশা করছেন, দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বাজারের ভেতরে আধুনিক সেড নির্মাণ করা হবে। এতে শুধু ব্যবসায়ী নয়, ক্রেতারাও উপকৃত হবেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত