শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা ও মতবিনিময় করলেন আফরোজা খানম রিতা

নিজস্ব প্রতিবেদক

মোঃ ইমরুল হাসান হিমেল
জেলা প্রতিনিধি,মানিকগঞ্জঃ

মানিকগঞ্জের হরিরামপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু (সনাতনী) ধর্মাবলম্বীদের সার্বজনীন পূজা উদযাপন উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করেছেন বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা। বুধবার (১ অক্টোবর) তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে সার্বিক খোঁজখবর নেন এবং পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় তিনি অপশক্তির বিরুদ্ধে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানান।

পূজামণ্ডপ পরিদর্শনে উপস্থিত ছিলেন—
হরিরামপুর উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, সহ-সভাপতি হাজী ওবাদুর রহমান বাবুল, জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শফিক বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভিপি দেলোয়ার হোসেন দুলাল, সহ-সাংগঠনিক সম্পাদক মৃধা মোঃ গোলাম রসূল শাহীন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আলতাফ হোসেন, যুগ্ম আহ্বায়ক শামসুল আলম খান মিশুক,যুগ্ম আহ্বায়ক ও জুলাই যোদ্ধা রেজাউল হাসান রতন, উপজেলা কৃষকদলের সভাপতি মিজানুর রহমান মিজান ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান মঞ্জু, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোঃ বাদশা গায়ান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য রাইসুল ইসলাম খান বাকের প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন—সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শফিউল আজম, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নিরব আহমেদ, সাবেক সদস্য সচিব শেখ আরিফুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান লিংকনসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আফরোজা খানম রিতা বলেন,“পূজা উদযাপনকে কেন্দ্র করে যদি কোনো ধরনের অপশক্তি মাথাচাড়া দিয়ে ওঠে, দলীয় নেতাকর্মীরা সর্বদা তা মোকাবেলায় প্রস্তুত। আপনাদের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পাশে থাকবে। আমি আশা করি, সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পূজা উদযাপন সম্পন্ন হবে।”
তিনি সনাতনী সম্প্রদায়ের সবাইকে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পূজার সফলতা কামনা করেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত