উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে শেষ হল চট্টগ্রাম প্রেস ক্লাবের নির্বাচন

নিজস্ব প্রতিবেদক

 

এ.এস.রানাঃ

গতকাল প্রেস ক্লাবের সর্বত্র উৎসবের মধ্যে দিয়ে শেষ হল প্রেস ক্লাব নির্বাচন ২০১৯ । প্রতিবারের মত এবারও যথাসময়ে সম্পন্ন হল নির্বাচন। এক নজরে চট্টগ্রাম প্রেস ক্লাবের নির্বাচন ও ফলাফল নবনির্বাচিত সভাপতি-আলী আব্বাস, সিনি সহ সভাপতি-সালাউদ্দিন রেজা, সহ সভাপতি মনজুর কাদের, সাধারণ সম্পাদক-ফরিদ উদ্দিন চৌধুরী (চৌধুরী ফরিদ) ১২৭ ভোট, যুগ্ম সম্পাদক-নজরুল ইসলাম (৮৭), অর্থ সম্পাদক-দেবদুলাল ভৌমিক (১১৪), সাংস্কৃতিক সম্পাদক-রূপম চক্রবর্তী (১২৮), ক্রীড়া সম্পাদক-দেবাশীষ বড়ুয়া দেবু (১২৪),গ্রন্থাগার সম্পাদক-রাশেদ মাহমুদ (৮৭ ভোট), সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক-আইয়ুব আলী (১৪১), প্রচার ও প্রকাশনা সম্পাদক-মিন্টু চৌধুরী (১০৯), কার্যনির্বাহী সদস্য— মো. শামসুল ইসলাম (১১৯), স ম ইব্রাহিম (১০৪), মোহাম্মদ আলী ( ৮৯) ও কাজী আবুল মনসুর (৮৪) ।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত