আগামী ১৫ অক্টোবর কাপ্তাইয়ে অনুষ্ঠিত হবে চ্যারিটি শো” মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” গাইবেন জি বাংলার সারেগামাপা এর শিল্পী শুভ দাশ

নিজস্ব প্রতিবেদক

ঝুলন দত্ত,কাপ্তাই (রাঙামাটি)প্রতিনিধি:

রাঙামাটির  কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির প্রাক্তন সাধারণ সম্পাদক, অবসরপ্রাপ্ত শিক্ষক এবং সঙ্গীত গুরু ফনিন্দ্র লাল ত্রিপুরার চিকিৎসা সহায়তায়  আগামী ১৫ অক্টোবর বুধবার বিকেল ৪ টা হতে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে 
চ্যারিটি শো” মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য “। কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমি এই অনুষ্ঠানের আয়োজক। এতে সঙ্গীত পরিবেশন করবেন  কলকাতার  জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শোতে অংশ নেওয়া  সারেগামাপা এর শিল্পী চট্টগ্রামের শুভ দাশ। এছাড়া চট্টগ্রামের নন্দিত কন্ঠ শিল্পী বেতার ও টিভি শিল্পী রাজেস সাহা, কন্ঠ শিল্পী রিয়াজ ওয়ায়েজ, বেতার ও টিভি শিল্পী রোমেন বিশ্বাস রাজু এবং কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পী বেতার ও টিভি শিল্পী মো: রফিক, রওশন শরীফ তানি এবং তামান্না ইসলামও  সেদিন চ্যারিটি শো তে অংশ নিয়ে সঙ্গীত পরিবেশন করবেন। কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক এবং চ্যারিটি শো উদযাপন কমিটির আহবায়ক আনিছুর রহমান এবং উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত জানান, চ্যারিটি শো উপলক্ষে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট এ পোস্টার লাগানো হয়েছে। এছাড়া টিকিট বিক্রি কার্যক্রম চলছে। 
চ্যারিটি শো উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক বেতার ও টিভি শিল্পী মো: রফিক ও সদস্য সচিব মংচাই মারমা বলেন,  আমরা মানবিক কাজ হিসাবে ব্যাপক সাড়া পাচ্ছি।  আশা করছি উপচে পড়া দর্শক এই শো উপভোগ করবেন। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি মো: রুহুল আমিন বলেন,  চ্যারিটি শো হতে প্রাপ্ত অর্থ অসুস্থ শিল্পী ফনিন্দ্র লাল ত্রিপুরার পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে। এটি একটি মানবিক কাজ।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত