
মো: ইসমত দ্দোহা, স্টাফ রিপোর্টার:
লক্ষ্মীপুর সদর উপজেলাধীন চন্দ্রগঞ্জ থানা এলাকায় কর্মরত ইলেকট্রিসিয়ানদের সাথে মত বিনিময় করেছেন পলি কেবল ইন্ডা: লি: এর উর্ধ্বতন কর্মকর্তারা। বুধবার সকালে মান্দারী বাজার হ্যাশট্যাগ চাইনিজ রেস্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত হয় এ সভা। চন্দ্রগঞ্জ বাজারের হান্নান ইলেকট্রনিকস ও মান্দারী বাজারের LSL ইলেকট্রনিকস এর যৌথ উদ্যোগে ও কোম্পানির সার্বিক সহযোগিতায় ” বিক্রয় ও বিপণন উন্নয়নের লক্ষ্যে এ মত বিনিময় সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধান অতিথি পলি কেবল কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার মো: নাসির উদ্দীন (বাবুল) বলেন, পলি কেবল কোম্পানির ইলেকট্রনিকস পন্য সামগ্রি আন্তর্জাতিক গুণগতমান বজায় রেখে উৎপাদন করা হয়, ১৯৯৩ সালে কোম্পানি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই প্রতিযোগিতা করে অভ্যন্তরীণ ও বিশ্ব বাজারে নিজেদের স্বতন্ত্র অবস্থান ধরে রেখেছে।
অনুষ্ঠানে উপস্থিত ইলেকট্রেসিয়ানদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা প্রান্তিক পর্যায়ে কাজ করেন। আপনারা ‘ই কোম্পানির পন্য ভোক্তাদের কাছে পৌঁছে দিচ্ছেন আমাদের প্রতিনিধি হয়ে।তিনি আরও বলেন, আপনাদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা আমরা করবো, কোম্পানির কারখানা পরিদর্শনে নেওয়ার ব্যবস্থা করবো যাতে করে আপনারা আরও বেশি দক্ষতা অর্জন করতে পারেন। মান্দারী বাজারের LSL ইলেকট্রনিক দোকানের সত্বাধীকারী মোরশেদ আলমের সভাপতিত্বে ও পলি কেবল কোম্পানির প্রতিনিধি আনিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মান্দারী বাজার বণিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুর রহমান(বাবলু), জিল্লুর রহিম কলেজর প্রভাষক ও রংধনু ইলেকট্রনিকস এর সত্বাধীকারী মো: মাসরুর আলম, চন্দ্রগঞ্জ বাজারের হান্নান ইলেকট্রনিক্স এর সত্বাধীকারী তসলিম খান সুমন, পল্লী বিদ্যুৎ এর ডিলার আমির হোসেন, মানিক, মাসুদ আলম, সাইফুল ইসলাম প্রমুখ।