কাপ্তাইয়ে ওয়াগ্গা দোলইন্যা পাড়া রত্নমুনি বৌদ্ধ বিহারের কঠিন চীবর দান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

কাপ্তাই প্রতিনিধিঃ

পঞ্চশীল প্রার্থনাসহ ধর্মীয় আচার পালনের মধ্য দিয়ে রাঙ্গামাটির কাপ্তাইয়ে ওয়াগ্গা দোলইন্যা পাড়া রত্নমুনি বৌদ্ধ বিহার প্রাঙ্গণ থেকে মাসব্যাপী বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দানোত্তম কঠিন চীবর দান উৎসব সম্পন্ন হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) দিনব্যাপী দোলইন্যা পাড়া রত্নমুনি বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ও দায়ক- দায়িকা উদ্যোগে ১ম তম দানোত্তম কঠিন চীবর দান উৎসব সম্পন্ন হয়। ব্যাঙছড়ি মারমা পাড়া জয়মঙ্গল বৌদ্ধ বিহার অধ্যক্ষ উঃ সনা মহাথেরো সঞ্চালনায়,
নোয়াপাড়া বৌদ্ধ বিহার অধ্যক্ষ ভদন্ত পুঞঞাওয়াইন্সা মহাথেরো সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজ নিকায় মার্গে মহা সংঘনায়ক( মাংগই) চিৎমরম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথেরো।
প্রধান জ্ঞাতি দেবতাছড়ি মহাজন পাড়া স্বধর্ম বৌদ্ধ বিহার অধ্যক্ষ ভদন্ত ক্ষেমিন্দা মহাথেরো।
বিশেষ অতিথি হিসেবে আরও উপষ্ঠিত ছিলেন,
নাইক্য-বান্দায়া পাড়া বৌদ্ধ বিহার অধ্যক্ষ ভদন্ত ক্ষেমাচারা মহাথেরো, উদালবনিয়া পাড়া বৌদ্ধ বিহার অধ্যক্ষ ভদন্ত পাইন্দাওয়াইন্সা মহাথেরো,ডংনালা শাক্যনন্দ বৌদ্ধ বিহার অধ্যক্ষ ভদন্ত সুরিয়া মহাথেরো অনুষ্ঠানে কাপ্তাই ওয়াগ্গা দোলইন্যা পাড়া রত্নমুনি বৌদ্ধ বিহার কমিটির সভাপতি কংক্যপ্রু কারবারি প্রধান অতিথির কাছে বিহারের জমি দানপত্র হস্তান্তর করে বক্তব্য প্রদান করেন। এসময় আরো বক্তব্য রাখেন বিহার কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার হ্লাচিং মারমা এতে শত শত বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশগ্রহণ করেন। ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে ছিল ভোরে পরিত্রাণ পাঠ, পুষ্পপূজা ও ভিক্ষুসংঘের প্রাতঃরাশ, জাতীয় পতাকা ও ধর্মীয় পতাকা উত্তোলন, বুদ্ধপূজা, শীলগ্রহণ, সংঘদান ও ভিক্ষু সংঘের ধর্ম দেশনা, অনুত্তর পূণ্যক্ষেত্র ভিক্ষু সংঘকে পিন্ডদান। দুপুরে ছিল উদ্বোধনী সংগীত, দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান, পূজনীয় ভিক্ষু সংঘের ধর্মোপদেশ ও সন্ধ্যায় ফানুস বাতি উত্তোলন।
ধর্মসভা ও পঞ্চশীল গ্রহণের পর চীবর দানের মাধ্যমে ‘মুক্তির অহিংসা বাণী ছড়িয়ে যাক মানুষে মানুষে এবং সামনের দিনগুলোতে শান্তি ফিরে আসুক ধর্মপ্রাণ বৌদ্ধ ধর্মাবলম্বীদের’ এমন প্রার্থনার মধ্যদিয়ে চীবর দানের সমাপ্তি ঘটে। আর সন্ধ্যা অনুষ্ঠিত হয় প্রদীপ প্রজ্বলন ও ফানুস বাতি উত্তোলন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত