লক্ষ্মীপুরে ‎হাজিরপাড়া ইউনিয়ন মহিলা দলের উঠান বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

‎মো:ইসমত দ্দোহা, স্টাফ রিপোর্টার:

লক্ষ্মীপুর সদর উপজেলার ১১ নং হাজিরপাড়া ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দলের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ‎আগামীতে বিএনপি ক্ষমতায়  আসলে প্রত্যেক পরিবারকে হেলথ কার্ড, ফারমার কার্ড ও ফ্যামিলি কার্ড দিবে তারেক রহমান। হাজিরপাড়া  ইউনিয়ন মহিলা দলের সাথে উঠান বৈঠকে এসব কথা  বলেন  শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুগ্ম মহাসচিব বিএনপি। হাজিরপাড়া  ইউনিয়ন বিএনপি,র (১,২,৩,৪,৫,৬,৭,৮,৯ ) নং  ওয়ার্ডের মহিলা দলের নেতাকর্মীদের সাথে শনিবার  দিনব্যাপী  উঠান বৈঠক করেন তিনি। উঠান বৈঠকে তিনি মহিলা কর্মীদের কথা শুনেন,  তিনি বলেন, বিএনপি আগামীতে ক্ষমতায় আসলে সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে ।
‎১১ নং হাজিরপাড়া  ইউনিয়ন বিএনপির সভাপতি মো: আব্দুর শহীদ ও সাধারণ সম্পাদক মাছুম উদ্দিন চৌধুরী তুহিন  এর সার্বিক তত্বাবধানে উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জাতীয়তাবাদী দল আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট হাফিজুর রহমান,জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, সাধারণ সম্পাদক সুমি ভুইয়া, চন্দ্রগঞ্জ থানা মহিলা দলের সভাপতি ছকিনা বেগম , সাধারণ সম্পাদক তাজনেহার বেগম, চন্দ্রগঞ্জ থানা বিএনপি ‘র সাধারণ সম্পাদক ইউসুফ ভূইয়া, সাবেক সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু,দিঘলী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সারোয়ার, হাজিরপাড়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি আয়েশা আক্তার, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি লোকমান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মাস্টার প্রমুখ।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত