টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে নিজের টিকেট নিশ্চিত করলেন সাবেক সাংসদ অধ্যাপক মোহাম্মদ আলী

নিজস্ব প্রতিবেদক

ফরিদ বাবুল, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ

অবশেষে সকল জল্পনা আর কল্পনার অবসান শেষে টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে নিজের টিকেট নিশ্চিত করলেন সাবেক সাংসদ অধ্যাপক মোহাম্মদ আলী।শনিবার রাতে তার মনোনয়ন নিশ্চিত করেন তার ছোট ছেলে রনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান শেষ বয়সে তার পিতাকে সম্মান দেওয়ার কারনে।এদিকে টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচন নৌকার আরেক শক্তিশালী প্রার্থী ছিলেন টেকনাফ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারমযান নুরুল আলম। তবে তিনি মনোনয়ন না পাওয়ায় তার সমর্থকেরা টেকনাফের শাপলা চত্তরে কলা গাছ লাগিয়ে দেন এবং নুরুল আলমের পক্ষে স্লোগান দিতে থাকেন।অন্যদিকে বর্তমান চেয়ারম্যান জাফর আলমও পুনরায় মনোনয়ন পাওয়া থেকে বাদ পড়েন। তবে সাবেক সাংসদ মোহাম্মদ আলী সম্পর্কে জাফর আলমের বেয়াই হন। তবে এখন টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক সাংসদ অধ্যাপক মোহাম্মদ আলী জিতবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তার সমর্থকেরা।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত