পাঁচবিবির সীমান্তে বিজিবির মাদক বিরোধী র‌্যালী

নিজস্ব প্রতিবেদক

জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবির আটাপাড়া সীমান্তে চোরাচালান, মানবপাচার, জঙ্গী ও রোহিঙ্গা অনুপ্রবেশসহ মাদক বিরোধী র‌্যালী করেছে বিজিবি। বৃহস্পতিবার দুপুরে আটাপাড়া রেলগেট থেকে শুরু করে র‌্যালিটি সীমান্তের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে। জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের আয়োজনে র‌্যালীতে অংশ গ্রহন করেন ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু নাঈম খন্দকার। আটাপাড়া ক্যাম্পের সুবেদার ফারুকুল ইসলাম, বাগজানা ইউনিয়ন পরিষদের সদস্য সানোয়ার হোসেন, স্থানীয় আঃলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য নওশাদ আলী মন্ডল, আটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনকুল চন্দ্র, মুক্তিযোদ্ধা আঃ হামিদ, বিদ্যালয়ের ছাত্রছাত্রী/শিক্ষক ও এলাকার সুধীজনসহ বিজিবি সদস্যরা র‌্যালিতে অংশ গ্রহন করেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত