
নিজস্ব প্রতিবেদক :
বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিষ্ট অর্গানাইজেশন (এফবিজেও) এর উদ্যোগে সংগঠনের প্রধান কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এফবিজেও’র চেয়ারম্যান ড. শাহজাহান মজুমদার । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব মো: শামছুল আলম। কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সভার সূচনা করা হয়। তিলাওয়াত করেন তেজগাঁও প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সংগঠনের ভাইস চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার সম্পাদক ও প্রকাশক কবি অশোক ধর। আরজেএফ’র চেয়ারম্যান, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য সচিব ও জাতীয় দৈনিক ঘোষণা পত্রিকার প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা মোঃ কামরুজ্জামান আসাদ, শিল্পী উন্নয়ন ফাউন্ডেশন বাংলাদেশে এর চেয়ারম্যান চিত্রনায়ক যুবরাজ খান, কাফরুল প্রেসক্লাবের সভাপতি সংগঠনের যুগ্ম মহাসচিব ড. এ জেড এম মাইনুল ইসলাম পলাশ, সংগঠনের সাংগঠনিক সচিব এএফএম রাসেল পাটোয়ারী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের অর্থ সচিব খন্দকার তারিকুল ইসলাম,সংগঠনের সহকারী মহিলা বিষয়ক সচিব কানিজ ইসলাম রুমা, লিগ্যাল এইড চিফ অ্যাডভোকেট লুৎফুন্নিছা সীমা এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার সম্পাদক ও প্রকাশক কবি অশোক ধর বলেন, মানুষ হিসেবে সম্মান, নিরাপত্তা, স্বাধীনতা ও ন্যায়বিচার পাওয়ার অধিকারই প্রকৃত মানবাধিকার। সাংবাদিকদের ওপর হামলা, হুমকি, মামলা-এসব রোধে রাষ্ট্র ও সমাজ উভয়েরই শক্ত পদক্ষেপ প্রয়োজন। মানবাধিকার রক্ষায় মিডিয়ার ভূমিকা অগ্রগণ্য। সংগঠনের চেয়ারম্যান ড. শাহজাহান মজুমদার বলেন, সাংবাদিক সমাজ মানুষের কণ্ঠ ও সত্য প্রকাশের মাধ্যমে মানবাধিকার রক্ষা আন্দোলনের অন্যতম বড় শক্তি হিসেবে কাজ করবে। আরজেএফ এর চেয়ারম্যান এফ এম জহিরুল ইসলাম বলেন, মানবাধিকার হচ্ছে মানুষের জন্মগত অধিকার, যা কোনো ব্যক্তি বা রাষ্ট্র ইচ্ছামতো কেড়ে নিতে পারে না। গণমাধ্যম এসব অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকলেই সামাজিক ন্যায্যতা প্রতিষ্ঠা সম্ভব। সংগঠনের মহাসচিব সামছুল আলম বলেন, মানবাধিকার সুরক্ষা, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, গণমাধ্যমের স্বাধীনতা এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।







