
এ.এস.রানাঃ
নগরের পাহাড়তলী থানাধীন হাজী ক্যাম্প এলাকা থেকে অস্ত্র ও ছুরিসহ দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পাহাড়তলী থানা পুলিশ। পাহাড়তলী থানার উপ পুলিশ-পরিদর্শক অর্নব বড়ুয়ার নেতৃত্বে ও এএসআই মিটু দাশ, শাকিল সেন, আমিনুল হক, আল আমিন এর সমন্বয়ে গঠিত পাহাড়তলী থানার পুলিশের টিম বৃহস্পতিবার ২৮ ফেব্রুয়ারি ভোরে হাজী ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে একটি অস্ত্র এবং একটি ছুরিসহ ইমন ও রাজু নামে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে।ঘটনার সত্যতা স্বীকার করে তাদের নামে মামলা প্রক্রিয়াধীন বলে জানান পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ। তিনি আরো জানান, ইমন ও রাজু পেশাদার ছিনতাইকারী এবং তাদের দুইজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতার মো. ইমন (২৩) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা বেলতলী এলাকার আবুল কাশেমের ছেলে এবং মো. রাজু (২৬) লক্ষীপুর জেলার সদর উপজেলার চর মণ্ডল এলাকার মফিজ হোসেনের ছেলে বলে জানা গেছে।।