
লালমাই প্রতিনিধি :
লালমাই উপজেলার বাংলাবাজারে নিক টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে “দক্ষ জনশক্তি গড়ি, আত্ম-কর্মসংস্থান করি” এই শ্লোগানকে সামনে রেখে বুধবার (১৭ ডিসেম্বর) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক একুশে সংবাদ এর সম্পাদক ও ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিষ্ট অর্গানাইজেশনের চেয়ারম্যান ড. শাহজাহান মজুমদার।
তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান সময়ে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিক টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের মতো প্রতিষ্ঠানগুলো দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে বেকারত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৈয়ারভাঙ্গা আর্দশ শিশু শিক্ষালয়ের প্রধান শিক্ষক মো: আনোয়ারুল উল্যাহ বিএসসি। তিনি বলেন, কারিগরি শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে পারে। এই ধরনের প্রশিক্ষণ প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কর্মমুখী করে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করে। শিক্ষার্থী ও অভিভাবকদের এ বিষয়ে সচেতন হতে হবে।
সভায় সঞ্চালকের বক্তব্যে নিক টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়াতুন্নবী মজুমদার বলেন, দেশের তরুণ প্রজন্মকে দক্ষ ও স্বাবলম্বী করে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। নিক টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে যুব সমাজকে আত্ম-কর্মসংস্থানের পথে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই কার্যক্রম আরও সম্প্রসারিত করা হবে।
গৈয়ারভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কবির আহমেদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন গৈয়ারভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: জামাল হোসেন, যুক্তিখোলা ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দিন, সিনিয়র শিক্ষক মো: আবুল কালাম আজাদ, বাগমারা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: মাকসুদুর রহমান, বাংলাবাজার পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম ও সেক্রেটারি ডা: প্রফুল্ল ভৌমিক এবং নিক টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের কো-অর্ডিনেটর রায়েত তামজিদ আশিকসহ অন্যান্য অতিথিবৃন্দ।
সভা শেষে উপস্থিত অতিথিরা নিক টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।







