অরাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বোয়ালিয়া প্রবাসী উন্নয়ন ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

 

এ.এস.রানাঃ

শুক্রবার রাত ৭টায় বোয়ালিয়া মোড় রূপ মহল শপিং সেন্টারে সামাজিক ও স্বেচ্ছসেবী সংগঠন “‍বোয়ালিয়া প্রবাসী উন্নয়ন ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক প্রবাসী মাহবুবুল আলম তারেক ও প্রচার সম্পাদক মোহাম্মদ সাঈদ কে ফুল দিয়ে বরন করেন অত্র সংগঠন এর সকল সদস্যবৃন্দ। সংগঠনের সহ সভাপতি নিঠু কুমার শীল এর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক দিদার ও পৃষ্ঠপোষক মোহাম্মদ পারভেজ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয় ও সাংগঠনিক ও সমাজ উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সংগঠনের সহ সভাপতি তার বক্তব্যে বলেন, দেশে সরকার আছে, প্রশাসন আছেন, আছেন সামাজিক বিত্তবানরা, কিন্ত নানাবিধ সামাজিক প্রতিকুলতায় সমাজ দিন দিন অবক্ষয় হচ্ছে । যদিও আধুনিক বিশ্ব উন্নত হচ্ছে কিন্ত আমাদের সমাজের কোন পরিবর্তন হচ্ছে না। কিন্ত কেন কি জন্য সেটা খতিয়ে দেখা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য । সেই চিন্তা চেতনা মাথায় নিয়ে বোয়ালিয়া_প্রবাসী উন্নয়ন ফাউন্ডেশন কে এগিয়ে যেতে হবে যদি একটি অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারি তাহলেই পরমতৃপ্তি আসবে । যদি একটি পথভ্রষ্ট মানুষকে পথে আনতে পারি সেটাই চরম পাওয়া ।সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম তারেক বলেন,সমাজ কে এগিয়ে নিতে হলে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে এবং তিনি সবাইকে সুন্দর করে চলার ও লেখাপড়ার পাশাপাশি মানবসেবায় নিজেকে নিয়োজিত রাখার আহ্বান জানান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বোয়ালিয়া প্রবাসী উন্নয়ন ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ ইলিয়াস, উপদেষ্টা আবদুস সাত্তার , প্রচার সম্পাদক মোঃ সৈয়দ, সহ অন্যান্য সদস্যবৃন্দ।সভায় আরও উপস্থিত ছিলেন বোয়ালিয়া প্রবাসী উন্নয়ন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক মোঃ পারভেজ, মোঃ দিদার, মোঃ এমদাদ, মোঃ ইমরান, মোঃ আমান, মোঃ রাকিব, মোঃ জাহেদ, মোঃ রানা, মোঃ ফয়সাল, মোঃ হৃদয় মোঃ হাসান, মোঃ সালেক সহ আরো উপস্থিত ছিলেন একজন বিশেষ অথিতি ডাঃ অনিন্দ্য নয়ন( চট্টগ্রাম মহানগর মানবাধিকার ফাউন্ডেশন এর যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টবাণীর সাংবাদিক)ও অন্যান্য সদস্যবৃন্দ।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত