
এ.এস.রানাঃ
বাপ-দাদা রেখে যাওয়া সম্পত্তির ভাগ-বাটোয়ারা ও দখল দারিত্ব নিয়ে দীর্ঘদিনের ঝামেলার শেষ নিস্পত্তি হলো মুনাফের তাজা প্রান দিয়ে।গতকাল (২৩.০৩.২০১৯) রাত আনুমানিক ১০ টায়, আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের এম এ মতিনের বাড়ির আবদুল মোনাফ (৫০) নামে একজন খুন হয়েছে।এই ব্যাপারে পরিবারের লোকজন শোকে কিছু বলতে না পারলেও কিছু মানুষ আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করেন।স্থানীয়দের মতে,প্রতিদিনের মতই রাতে নিজ কর্ম শেষে মুনাফ বাড়ি আসে। নিত্যদিনের অভ্যাসে সে রাতে কিছুক্ষণ বাহিরে বের হয়। এই সময়ে পূর্বপরিকল্পিত পাহারা দিয়ে থাকা কিছু ভুমিদস্যুদের ধারালো অস্ত্রে সে আহত হয়। হঠাৎ চিৎকার শুনে পাশের এলাকার লোকজন মুনাফকে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেলের উদ্দেশ্যে রওয়ানা দেন, নেয়ার সময় মাঝপথেই তার মৃত্যু হয়।প্রাথমিক স্থানীয়দের মতে, হামলা কারীরা তার চাচাতো ভাই। যারা সম্পত্তি নিয়ে পুর্বেও বাক যুদ্ধ হয়েছিল।এই ব্যাপারে আনোয়ারা থানায় মামলার প্রস্তুতি চলমান।