ট্রাফিক সপ্তাহে কাপ্তাই সড়কে প্রশাসন এবং পুলিশের পাশাপাশি চালকদের সচেতন করলেন কাপ্তাই নৌ রোভার এর সদস্যরা

নিজস্ব প্রতিবেদক

বিশু তনচংগ্যা

ট্রাফিক সপ্তাহের ৪র্থ দিনে রাস্তায় নেমে বিভিন্ন যানবাহন এর চালকদের নিরাপদে গাড়ী চালানো, লাইসেন্স এবং ফিটনেসবিহীন গাড়ী না চালানোর জন্য প্রশাসন এবং পুলিশের পাশাপাশি ড্রাইভারদের সচেতন করলেন কাপ্তাই নৌ রোভার এবং গার্লস ইন রোভার এর ২১ জন সদস্যরা। আজ বুধবার কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি – কাপ্তাই সড়কে নৌ রোভাররা সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনকে নিরাপদে গাড়ী চালানোর জন্য পরামর্শ প্রদান করেন। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন সড়কে এসে নৌ রোভারদের সচেতনামূলক কার্যক্রমে সহায়তা করেন। এসময় কাপ্তাই সড়ক বিভাগের টিআই তারক চন্দ্র পাল, জেলা নৌ স্কাউটস্ লিডার এম জাহাঙ্গীর আলম উপস্হিত ছিলেন। এদিকে ট্রাফিক সপ্তাহের ৪র্থ দিনে কাপ্তাই এর বড়ইছড়ি এবং সীতাঘাট এলাকায় ভ্রাম্যমান আদালতে ১৮ টি যানবাহন এর বিরুদ্ধে মামলা এবং একটি সিএনজি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। কাপ্তাই ট্রাফিক বিভাগের টিআই তারক চন্দ্র পাল এবং পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত