
ঝুলন দত্ত, বিশেষ প্রতিনিধি
রাউজান উপজেলাস্হ উত্তর গুজরা সবুজ সংঘ এর আয়োজনে শ্রীশ্রী জ্বালাকুমারী মাতৃমন্দির প্রাঙ্গণে জ্বালাকুমারী মায়ের বাৎসরিক পুজা উপলক্ষে ২ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালা শুক্রবার(৫ এপ্রিল) হতে শুরু হয়েছে। বিশিষ্ট ভাগবতীয় বক্তা ও গীতাপাঠক সুকুমার আচার্য্য মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। পুজা উদযাপন পরিষদের সাংস্কৃতিক সম্পাদক রনতোষ মহাজনের সঞ্চালনায় উত্তর গুজরা সবুজ সংঘের উপদেষ্টা পুরন্জয় মজুমদার এর সভাপতিত্বে এরপর অনুষ্ঠিত হয় ভাগবতীয় আলোচনা অনুষ্ঠান। ভাগবতীয় আলোচনা অনুষ্ঠানে পৌরহিত্য করেন বাংগালহালিয়া সনাতন ঋষি আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ। আলোচনা সভায় প্রধান ধর্মীয় আলোচক এর বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি রাংগুনিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক অসীম কুমার শীল। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাংগুনিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দিলীপ দাশ, চান্দগাঁও শ্রীশ্রী লোকনাথ গীতা সংঘের সভাপতি ডা: পুলক কান্তি দে, রাংগুনিয়া শ্রী রাম কুঞ্জের সাবেক সাধারণ সম্পাদক কনকন দাশ, কাপ্তাই প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঝুলন দত্ত, সমাজসেবক দেবু প্রসাদ দেবু প্রমুখ। আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি মিঠু মজুমদার। এর আগে ঝুলন দত্তের পরিচালনায় স্হানীয় এবং অতিথি শিল্পিদের পরিচালনায় ভক্তিমূলক সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। উৎসবের ২য় দিন শনিবার(৬ এপ্রিল) চন্ডীযজ্ঞ, ভোগ নিবেদন, অন্নপ্রসাদ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।।