হেশপুরে পিপিএল ফ্যাক্টরীতে কাজ করতে এসে কিশোর সোহেল ২ সপ্তাহ ধরে নিখোঁজ।

নিজস্ব প্রতিবেদক

শহিদুল ইসলাম মহেশপুর থেকে
ঝিনাইদহের মহেশপুরে কালিগঞ্জ – জীবননগর মহা সড়কেরের পাশে সাড়াতলা নামক স্হানে অবস্হিত পিপিএল ফ্যাক্টরীতে কাজ করতে এসে সোহেল নামের এক কিশোর গত ২ সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে। পারিবারিক সূত্রে প্রকাশ প্রতি দিনের ন্যায় গত ২৩ মার্চ সকালে জীবননগর থানার সন্তোষপুর গ্রামের আরমান মন্ডলের ছেলে সোহেল(১৫) মহেশপুর উপজেলার খালিশপুর রোড়ে সাড়াতলা নামক স্হানে অবস্হিত পিপিএল ফ্যাক্টরীতে কাজ করতে যায়। মিলে ঐ দিন কাজ না হওয়ায় সে আর বাড়ী ফিরে যায়নি। সোহেলের পিতা আরমান মন্ডল জানায় সোহেল গত ২৩ মার্চ সকালে মহেশপুরে  পিপিএল ফ্যাক্টরীতে কাজ করতে যায়। এরপর থেকে সে আর বাড়ী ফিরে আসেনি। সে এর আগে জীবননগর উপজেলার সন্তোষপুরে অবস্হিত একই মালিকের ফ্যাক্টরীতে কাজ করতো। এ বিষয়ে গত ২৪শে মার্চ সোহেলের পিতা জীবননগর থানায় একটি সাধারন ডায়রী করেছে। গত ২ সপ্তাহ যাবৎ ছেলের সন্ধান না পেয়ে পিতা-মাতা মোর্চা যাচ্ছে এবং তাকে উদ্ধারের জন্য প্রশাসনের উপর মহলের প্রতি দৃষ্টি রেখে আশু হস্তক্ষেপ কামনা করেছেন। এবিষয়ে পিপিএল ফ্যাক্টারীতে  যোগাযোগ করলে তাহারা সোহেলর ব্যাপারে কিছুই বলতে পারেন না। সোহেলের পিতার মোবাইল নং-০১৯১০-০৭৭৮৫৬।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত