
তুই ও তোর সারাবেলা
******************
সেদিন আমারও ফুটতে ইচ্ছে করেছিল
যেদিন প্রাকৃতিক নিয়মে ঝরে পড়েছিল
সব ফুল, পাতা।
সেদিন আমারও ব্যস্ততা ছিল
যেদিন তোর আকাঙ্খা ছিল ওষ্ঠাগত।
এখন বুঝি, তোর আকাঙ্খার তীব্রতার পরিধি কত।
সেদিন আমাকে হয়তো মনে পড়বে
যেদিন আমার হৃদয় ক্ষয়ে যাবে অপেক্ষাতে।
যেদিন তোর আকাশে কালো মেঘ
সেদিন আমার বুকে উঠে ঝরের তান্ডব।
মৌসুমী ফুলের ঘ্রাণে তোর মন মাতায়
আমার ঘ্রাণের বিস্তৃতি বারোমাস।
তোর প্রাপ্তির ভয় নেই যত
হারানোর ভয় আমার উদ্যত।
জানি বুভুক্ষু বর্ণের চরণ তোকে স্পর্শ করবেনা
ফাগুনের কৃষ্ণচুড়ার মতো পিষ্ট হবে অনাদরে।
তবুও অপেক্ষার বাগানে ফুটবে প্রতিক্ষার ফুল।
আমি বেঁধেছি মনের মাঝখানে
তুই ও তোর সারাবেলা, দেখে নিস, দেখতে পাবি।