
প্রকাশ বড়ুয়া
ঘাসফুল থেকে কৃষ্ণচূড়া
বসন্ত থেকে গ্রীষ্ম
কোকিলের থেকে ময়নার সুর
মহাকাশ থেকে বিশ্ব।
বর্ণ থেকে বর্ণমালা
ছিটমহল, সাগর বিজয়
সুন্দরবন থেকে কেউক্রাডং
ডিজিটাল মহা বিস্ময়।
যমুনা আর পদ্মাসেতু
ফ্লাইওভার ও মেট্রো রেল
বিশ্ব অবাক চেয়ে দেখুক
তুমি অপরুপ এঞ্জেল।
ক্রিকেট থেকে নারী ফুটবল
উচ্চাঙ্গ থেকে সারি
আমরা বাঙালী চাইলেই সব
ছিনিয়ে আনতে পারি।