কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে উন্নত রাষ্ট্র ও জাতি গঠন বিষয়ে জনগনকে অবহিত ও সম্পৃক্তকরণ বিষয়ক আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শন

নিজস্ব প্রতিবেদক

কাপ্তাই প্রতিনিধিঃ

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে দেশের উন্নয়ন ও অগ্রগতির বিষয়ে জনগনকে অবহিত ও সম্পৃক্তকরণের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ সমুহের ব্র্যান্ডিং, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সফলতা ও উন্নয়ন ভাবনা, টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ( এসডিজি), ভিশন:২০২১ এর লক্ষ্য ও অর্জনসমূহ, অটিজম, তথ্য অধিকার, মানব পাচার, মাদক, সন্ত্রাস, গুজব ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ে জনগনকে সচেতন করার লক্ষ্যে এক আলোচনা সভা এবং চলচ্চিত্র প্রদর্শন বুধবার(১৯ জুন) কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা আ’লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অংসুছাইন চৌধুরীর, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন। আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই তথ্য কর্মকর্তা মো: হারুন। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি, মুুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং নানা শ্রেণী পেশার লোকজন অংশ নেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত