কাপ্তাই এ মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র‍্যালি, আলোচনা সভা এবং মাছের পোনা অবমুক্তকরণ।

নিজস্ব প্রতিবেদক

কাপ্তাই প্রতিনিধিঃ

“মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগান এবং ” মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাপ্তাই উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ এর সপ্তাহব্যাপী কর্মসুচীর অংশ হিসাবে বৃহস্পতিবার (১৮ জুলাই) উপজেলা ‍চত্ত্বরে র‍্যালি, উপজেলা পরিষদ রেস্ট হাউসে আলোচনা সভা এবং উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। সকাল ১০ টায় শুরু হওয়া র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ রেস্ট হাউসে এসে আলোচনা সভায় মিলিত হয়। কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় দেবনাথ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক। কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা আ’লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অংসুছাইন চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল আলম, উপজেলা মুুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মারফুদুল হক। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বড়ইছড়ি কর্নফুলি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুুয়া, মৎস্যচাষী সুজন তনচংগ্যা। এর আগে উপজেলা পরিষদ পুকুরে রুই জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত