
কাপ্তাই প্রতিনিধিঃ
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, যুব রেড ক্রিসেন্ট কাপ্তাই উপজেলা ইউনিটকে বৃহস্পতিবার কাপ্তাই উপজেলা প্রশাসনের পক্ষ হতে হ্যান্ড মাইক প্রদান করা হয়। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল কাপ্তাই যু্ব রেড ক্রিসেন্ট এর দল নেতা ওসমান গনির হাতে এই হ্যান্ড মাইক তুলে দেন। এই সময় কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) নুরুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ সহ কাপ্তাই উপজেলা যুব রেড ক্রিসেন্ট এর সদস্যরা উপস্হিত ছিলেন। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল এই প্রতিবেদককে জানান, আত্মমানবতার সেবা এবং দূর্যোগকালীন মূহুর্তে রেড ক্রিসেন্ট এর সদস্যরা সবসময় জনগনের কল্যানে এগিয়ে আসে তাই তাদের প্রচার কার্যক্রমের জন্য এই হ্যান্ডমাইক প্রদান করা হয় এবং ভবিষ্যৎতে তাদেরকে আরোও সহায়তা করা হবে।