
মহানগর প্রতিনিধিঃ
চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানবাধিকার বাস্তবায়ন কমিশন চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে কালুরঘাট রেল কাম সড়ক সেতুর দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার ২৪ তারিখ চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানবাধিকার বাস্তবায়ন কমিশন চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি রোটারিয়ান গোলাম আকবর চৌধুরী’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো: সেলিম হোসেন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও লেখক আলহাজ্ব জাহাঙ্গীর আলম চৌধুরী। সমাবেশে আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি ইঞ্জি. নাছির উদ্দীন, আলহাজ্ব জালাল ইব্রাহিম, সহ সাধারণ সম্পাদক মো: আবু মনসুর, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব নুরুল হাশেম, সংগঠক সুভাষ চৌধুরী টাংকু, আবু রায়হান পারভেজ, প্রচার সম্পাদক রুদ্র সরকার জয়, দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন সালমান, মহিলা সম্পাদিকা মাহামুদা আক্তার মুন্নি, সহ মহিলা সম্পাদিকা শারমিন সুলতানা মৌ, সহ সম্পাদক ইকবাল বাহার, আবুল মোমেন, ওমর সিদ্দীক, সদস্য অভি, ফারহানা প্রিয়া। সভায় বক্তারা বলেন ২০ বছর আগে ঝুকিপূর্ন ঘোষণা দেওয়া কালুরঘাট সেতু। কালুরঘাট সেতুর উপর প্রতিদিনই কোন না কোন ছোট- বড় দুর্ঘটনা প্রতিনিয়ত হলে ও কতৃপক্ষের খেয়াল নেই। এই কালুরঘাট সেতুর উপর দিয়ে দক্ষিণ চট্টগ্রামের লক্ষ লক্ষ মানুষ জীবনের প্রয়োজনে প্রতিদিন জীবনের ঝুকি নিয়ে চট্টগ্রাম শহরে যাতায়ত করছে। অনেক সময় কালুরঘাট সেতুর দুরঅবস্থা ও একমুখী সেতু হবার কারণে লাইনের দীর্ঘ সূত্রের জটিলতায় পড়ে অনেক মূমুর্ষ রোগী, প্রসুতি মায়েরা। অনেক বড় বিপদের সম্মুখীন হচ্ছে এমন কি প্রাণ ও হারাচ্ছে। প্রধানমন্ত্রীর ঘোষণা ‘গ্রাম হবে শহর’ কালুরঘাট রেল কাম সড়ক সেতু বাস্তবায়ন হলে দক্ষিণ চট্টগ্রামের আত্মসামাজিক অবস্থার পরিবর্তন হয়ে দেশের অর্থনৈতিক উন্নয়েন ভূমিকা রাখবে এবং গ্রাম হবে শহর প্রধানমন্ত্রীর এই পরিকল্পনা যথার্থই রূপ পাবে। তাই অবিলম্বে কালুরঘাট রেল কাম সড়ক সেতু বাস্তবায়নের লক্ষ্যে মমতাময়ী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়। সভায় একাত্মতা জানান চট্টগ্রাম নাগরিক অধিকার সংগ্রাম পরিষদের প্রচার সম্পাদক সুমন চৌধুরী, বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, মানবাধিকার বাস্তবায়ন কমিশন আকবর শাহ্ থানা কমিটির সহ সভাপতি নারী নেত্রী সবিতা রাণী দাশ, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন শাহ, সাংগঠনিক সম্পাদক খালেদ মোহাম্মদ টিটু, মো: কামালসহ আরো বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।