
এ.এস.রানা,চট্টগ্রাম জেলাঃ
স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান স্বপ্নযাত্রার উদ্যোগে চন্দনাইশ বরমা ডিগ্রী কলেজে “ওয়েব ডিজাইন ও সি প্রোগ্রামিং” শীর্ষতা এক কর্মশালা সম্পন্ন হয়েছে। শনিবার (২৭জুলাই) কলেজের সেমিনার কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
স্বপ্নযাত্রার চেয়ারম্যান ধীমান বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল মনসুর মোহাম্মদ হাবিব।
কি রিসোর্স পার্সোন হিসেবে কর্মশালা পরিচালনা করেন চট্টগ্রাম ওয়াসার সহকারী প্রকৌশলী মো: সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন, কলেজের প্রভাষক আবুল মনসুর, স্বপ্নযাত্রার সাধারণ সম্পাদক রবিউল হোসেন, স্বপ্নযাত্রা ইনোভেশন কাউন্সিলের কোর্ডিনেটর মঈন উদ্দিন মিশকাত, কার্যকরী সদস্য রাইফ এনাম, ফয়সাল মুন্না, রমি বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক বিশ্বায়নের যুগে তথ্যপ্রযুক্তির জ্ঞান এগিয়ে যাওয়ার প্রধান হাতিয়ার। উচ্চ শিক্ষার গুণগত মান নিশ্চিতে আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার অত্যাবশ্যক। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণ প্রজন্মকে এই বিষয়ে দক্ষতা বৃদ্ধির জন্য আহবান জানান তারা। কর্মশালায় প্রযুক্তিগত সহযোগিতা প্রদান করে স্বপ্নযাত্রা ইনোভেশন কাউন্সিল। পরে কর্মশালায় অংশগ্রহনকারী প্রায় ৭০ জন শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ করা হয়। উল্লেখ্য, গ্রামীণ শিক্ষার্থীদের আইসিটি শিক্ষার উন্নয়নে বিগত চার বছর ধরে প্রশিক্ষণ কর্মসূচি পালন করে আসছে স্বেচ্ছাসেবী এই প্রতিষ্ঠান।