বাংলাদেশে এখন ছেড়া কাপড় পরা ও খালি পায়ের মানুষ দেখা যায়না দেশ এগিয়ে যাচ্ছে – ড. হাছান মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম প্রতিনিধিঃ

বাংলাদেশ আওয়ামী লীগ রাঙ্গুনিয়া উপজেলা সম্মেলনে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন- বাংলাদেশ আজ বদলে গেছে। বাংলাদেশ এখন স্বল্প উন্নত দেশ নয়,বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ,নিম্ন মধ্যম আয়ের দেশ। বাংলাদেশে এখন ছেড়া কাপড় পরা মানুষ দেখা যায়না, খালি পায়ে মানুষ দেখা যায়না, গ্রামে কুঁড়ে ঘর পাওয়া যায়না। বাংলাদেশে এখন সন্ধ্যার পর কিংবা ভরদুপুরে মা আমাকে একটু বাসি ভাত দেন এ ডাক শুনা যায়না। কারণ, আমরা ক্ষুদামুক্ত ও দারিদ্রতামুক্ত দেশ বিনির্মাণে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাচ্ছি । আকাশ থেকে এখন ঢাকা চেনা যায়না, চট্টগ্রামকে চেনা যায়। পদ্মা সেতু যারা চাইনা তারা মাথা কাটার গুজব ছড়ায়, এ ব্যাপারে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। ২৭ জুলাই শনিবার বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব খলিলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা ডা. মোহাম্মদ সেলিম ও আকতার হোসেন খাঁনের সঞ্চালনায় অনুষ্টিত সম্মলনের প্রথম অধিবেশনে উদ্বোধকের বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি। প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা আ.লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামীলীগ নেতা স্বজন কুমার তালুকদার, মীরসরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন, রাঙ্গুনিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ, রাউজানের উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার বাবুল, রাঙ্গুনিয়ার বর্তমান মেয়র মোহাম্মদ শাহজাহান সিকদার, জেলা পরিষদ সদস্য কামরুল ইসলাম চৌধুরী, জহির আহমদ চৌধুরী, আবুল কাশেম চিশতি, বেদারুল আলম চৌধুরী বেদার, ইফতেখার হোসেন বাবুল, ইদ্রিস আজগর, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, ছাদেকুন নুর সিকদার, নজরুল ইসলাম তালুকদার, গিয়াস উদ্দিন খাঁন প্রমূখ।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত