নদী দখলকারী যেই হোক ছাড় নয়-সমবায়মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, নদী দখলকারী যত বড় প্রভাবশালী হোক না কেনো কাউকে ছাড় দেয়া হবে না। কাউকে নদী দখল করতে দেয়া হবে না। আর সব মিল ফ্যাক্টরির মালিকদের আইন মেনে চলতে হবে। কোন অবস্থাতেই তারা নদীতে বর্জ্য ফেলতে পারবে না। এ ব্যাপারে সরকার কঠিন অবস্থানে রয়েছে। নদী দখল রোধে আমাদের প্রধানমন্ত্রী একটি কমিটি গঠন করে দিয়েছে। সেই কমিটি নদী দখল রোধে কাজ করছে।
শনিবার দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদ কার্যালয়ের হল রুমে মেঘনা নদী দূষণ ও দখল রোধ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। এ বিষয়টি নিয়ে ঢাকার দুটি সিটি কর্পোরেশনকে নিয়ে সমন্বয়ে কাজ করে যাচ্ছি। ডেঙ্গু রোগ নিয়ে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। ডেঙ্গুর চিকিৎসার জন্য সারা দেশের হাসপাতালগুলোতে কঠোরভাবে বলা হয়েছে এবং ডেঙ্গু রোধে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মতবিনিময় সভায় স্থানীয় সরকারের সচিব হেলাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) আবুল কালাম আজাদ, নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন নারায়ণগঞ্জের ডিসি মো. জসিম উদ্দিন ও আড়াইহাজার উপজেলার ইউএনও সোহাগ হোসেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত