কাপ্তাই এ কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে আলোচনা সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক

কাপ্তাই প্রতিনিধিঃঃ

কাপ্তাই থানা পুলিশের কমিউনিটি পুলিশিং ফোরামের অায়োজনে মঙ্গলবার (৩০ শে জুলাই) কর্ণফুলি সরকারি কলেজ চত্ত্বরে অালোচনা সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কাপ্তাই থানার অফিসার্স ইনচার্জ নাসির উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়্যারম্যান মফিজুল হক। অালোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অাশ্রাফ অাহমেদ রাসেল,উপজেলা অাওয়ামীলীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা নাদির অাহমেদ, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত। মতবিনিময় সভায় বক্তাগন বলেন পুলিশেই জনতা,জনতায় পুলিশ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ জনগণের সেবা করে যাচ্ছে। বক্তাগন অারো বলেন সাম্প্রতিক কালে ছেলেধরা গুজব নিয়ে দেশ জুড়ে যেই অাতংক শুরু হয়েছে, বাংলাদেশ পুলিশ তা কঠোর হস্তে দমন করেছে। মতবিনিময় সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারি প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত