
হাটহাজারী প্রতিনিধিঃঃ
উত্তর চট্রলার ঐতিহ্যবাহী হজ্ব ও ওমরাহ প্রসেসিং প্রতিষ্ঠান আল মুঈন হজ্ব মিশনের হজ্ব পশিক্ষণ সম্পন্ন হয়েছে। ৩০ জুলাই হাটহাজারী মাদ্রাসা মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত আল মুঈন হজ্ব মিশনের কার্যলয়ে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। মিশন কর্তৃপক্ষ জানান আগামী ৪ আগষ্ট চট্টগ্রাম বিমানবন্দর থেকে নিবন্ধনদীত হজ্জব্রত পালনকারীদের নিয়ে মক্কার উদ্দেশ্যে রওয়ানা হবে নির্দিষ্ট হজ্ব ফ্লাইট। নির্বিঘ্নে হজ্জব্রত সম্পন্ন করতে সর্বক্ষণ মুয়াল্লিম হিসেবে দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম ইস্পাহানি জামে মসজিদের খতিব মুফতি মাওলানা শিহাব উদ্দীন ও মাওলানা মুহাম্মদ হোসাইন। প্রশিক্ষণ কর্মশালা বাদে আছর থেকে শুরু হয়ে রাত ৯ টায় শেষ হয়, এতে আলোচকবৃন্দ পবিত্র হজ্বের আহকাম সম্পর্কে হাজীদের ঘর থেকে বের হয়ে হজ্জব্রত পালন করে দেশে ফিরে আসা পর্যন্ত সকল মাসায়েল মাসালা ও করনীয় ও বর্জনীয় সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিত আলোচনা করেন। দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সহকারী শিক্ষা পরিচালক মাওলানা আনাছ আল মাদানীর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় আলোচনা করেন, দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস হাফেজ মাওলানা আহম্মদ দিদার কাসেমী, আল জামিয়া হামিউসুন্নাহ মেখল মাদ্রাসার শিক্ষা পরিচালক মুফতি মাওলানা ওসমান ফয়েজী, নাজিরহাট বড় মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা হাবিবুল্লাহ নদভী, চট্টগ্রাম ইস্পাহানী জামে মসজিদের খতিব মুফতি মাওলানা শিহাব উদ্দীন, আল আমিন সংস্থার সাধারণ সম্পাদক মুহাম্মদ আহসান উল্লাহ, মাওলানা শেখ মোহাম্মদ নাঈম, মাওলানা হাবিবুল হক বাবু, আল মুঈন হজ্ব মিশনের চেয়ারম্যান মাওলানা মতিউল্লাহ নুরী প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালা শেষে মিশনের উদ্যোগে আয়োজিত নৈশভোজে সকলেই অংশ গ্রহণ করেন।