
বিশু তনচংগ্যা, কাপ্তাই প্রতিনিধিঃ
কাপ্তাই থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নাছির উদ্দিন সাথে কাপ্তাই প্রেস ক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিতিময় করা হয়েছে। আজ মঙ্গলবার কাপ্তাই থানায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে সাক্ষাৎকালে তিনি বলেন, সর্বোচ্চ মেধা, মনন দিয়ে জনগনের সেবা করার মানসিকতা নিয়ে বাংলাদেশ পুলিশ কাজ করে যাচ্ছে। তিনি বলেন, কাপ্তাই এ সকল প্রকার আইন শৃংখলা পরিস্হিতি নিয়ন্ত্রনে আমি জনগনের পাশে আছি থাকবো। ওসি নাছির উদ্দিন সাংবাদিকদের উদ্দ্যেশে বলেন, সাংবাদিকরা হচ্ছে সমাজের আয়না, তাই সকল প্রকার গঠনমূলক সমালোচনা করলে পুলিশ উপকৃত হবে। তিনি আরোও বলেন, সাম্প্রতায়িক কালে ছেলে ধরা গুজব নিয়ে সারাদেশে যেই অস্হিতিশীল কান্ড ঘটানোর চেষ্টা করেছে, কাপ্তাই থানা পুলিশ জনগনের সহায়তায় কঠোর ভাবে দমন করেছে, এছাড়া ডেঙ্গু জ্বর নিয়ে সচেতনতার লক্ষ্যে পুলিশ বিভিন্ন ভাবে প্রচারমূলক কর্মকান্ড করেছে। ওসি নাছির উদ্দিন সাংবাদিকদের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। সাংবাদিক নেতৃবৃন্দ পুলিশের সব ধরনের কাজে সহায়তায় আশ্বাস দেন। মতবিনিময় সভায় কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কবির হোসেন, সহ সভাপতি নজরুল ইসলাম লাভলু, সাবেক সভাপতি কাজী মোশাররফ হোসেন, বর্তমান সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, ফটো সাংবাদিক রিপন মারমা এবং সাংবাদিক মাহফুজ আলম উপস্হিত ছিলেন।